ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ১৮ আসনে বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ মোখলেসুরজ্জামান হিরো আওয়ামী লীগের এর মনোনয়ন প্রত্যাশী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এর মৃত্যু তে এ আসন টি শুন্য হয়। সাংবিধানিক বাধ্য বাধকতার জন্য ৯০ দিন এর মধ্যে উপ নির্বাচনে এর ব্যবস্হা করবে নির্বাচন কমিশন। এর মধ্যে এ আসনে স্হানীয় নেতা কর্মীরা এবার ও স্হানীয় কোন নেতা কে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানান। কোন ব্যবসায়ী কে এ আসনে মনোনয়ন না দেওয়ার ও আহবান করেন। ত্যাগী যে কোন নেতা কে মনোনয়ন দিলে সাধারণ জনগন তা মেনে নেবে। এলাকার স্হানীয় ভোটার দের সাথে কথা বলে জানা গেছে স্হানীয় জনগন এর পাশে সব সময় থেকে জনগন এর বিপদে এগিয়ে এসে ডাঃ মোখলেসুজ্জাম হিরো সবার আস্হা অর্জন করেছেন। এমন একজন ক্লিন ইমেজ এর নেতা কে মনোনয়ন দিলে এ আসনের সাহারা খাতুন এর অসমাপ্ত কাজ গুলো দ্রুত শেষ করে ডিজিটাল আসন হিসেবে উপহার দিবে জন নেএী শেখ হাসিনা কে।
এ আসনে মনোনয়ন পেতে কাজ করছেন হাবিব হাসান, তোফাজ্জল হোসেনে,কাদের খান সহ স্হানীয় অনেক নেতা।
মনোনয়ন পেলে ডাঃ মোখলেসুজ্জাম হিরো এ আসন কে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত করার ঘোষনা দেন। পাশাপাশি একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি সরকারি কলেজ, একটি বিশ্ববিদ্যালয় ও প্রতিটি ওয়ার্ড এ ফ্রী চিকিৎসা কেন্দ্র স্হাপন করে জনগন কে সেবা দিতে চান।
স্হানীয় ভোটার মোঃ সাজ্জাদ হোসেন বিপ্লব বলেন এলাকার মানুষের বিপদে ডাঃ মোখলেসুজ্জাম হিরো ভাই কে সব সময় এগিয়ে আসতে দেখেছি। আমরা এবার তাকে এমপি হিসেবে চাই।